করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার পরিবহণ শ্রমিক ও ক্ষুদে ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার ৩০ জুলাই স্হানীয় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ও দশঘর ইউনিয়নের পীরের বাজারে ১৭৫ জন সিএনজি ড্রাইভার ও ক্ষুদে ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের ব্যবস্হাপনায় প্রধানমন্ত্রীর উপহার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজান্সী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, দশঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাছ মিয়াসহ প্রমুখ।