ফারুক আহমদঃ করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ২০০ টি ক্ষতিগ্রস্ত সিএনজি চালকদের প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ জুলাই উপজেলা প্রশাসনের ব্যবস্হাপনায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, আ’লীগ নেতা সেলিম আহমদ, বশির আহমদ, আব্দুল মতিন, রফিক হাসান মেম্বার, যুবদল নেতা শাহ আলম খোকন, দবির মিয়া, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জবান আলী, মকবুল হোসেন অন্যান্য সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মী উপস্হিত ছিলেন।