ইকাবাল আহমেদ লিমন: মানবতার কল্যাণে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন গুলোর রোল মডেল উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর সহযোগী সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশন।
প্রায় এক বছর পুর্বে আত্নপ্রকাশ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা’র অসহায় হতদরিদ্র কর্মহীন পরিবার কে ত্রান-সাহায্য বিতরণ এর মধ্যে দিয়ে,
আবারও বছরের শুরুতে সিলেটের বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরন করে,সিলেট মিডিয়া কর্পোরেশন।
ফেব্রুয়ারিতে সিলেট মিডিয়া কর্পোরেশন এর উপদেষ্টা কমিটির আত্মপ্রকাশ করে প্রচন্ড শীতের এই শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করে,
ধারাবাহিক ভাবে কাজ করে যাওয়া মানবতাবাদী এই সংগঠন, কখনো প্রকাশ্য আবার অপ্রকাশ্য মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রায় দুই মাস পুর্বে স্থানীয় সচেতন মহল সিলেট মিডিয়া কর্পোরেশন কে জানানো হয় যে ফেঞ্চুগঞ্জ কটালপুর এর শেফালী বেগম দীর্ঘদিন যাবত একটি ঝুঁকিপুর্ণ ও জীর্ণ ঘরে বসবাস করে আসছেন,একটি বসবাস উপযুক্ত ঘর একান্ত প্রয়োজন।
বিষয়টি গুরুত্বসহকারে তাৎক্ষনিক ভাবে মিডিয়া কর্পোরেশন টিম পর্যবেক্ষণ করে এবং অল্প সময়ের ভিতরে ঘর করে দেওয়ার প্রতিশ্রুত দেয় তার,
পরবর্তীতে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে সরকার গৃহহীনদের জন্য নতুন ঘর নির্মান করে দিচ্ছে। শেফালী বেগমও গৃহহীন তালিকা রয়েছেন। এতে সিলেট মিডিয়া কর্পোরেশন পর্যবেক্ষণ রাখে।
সিলেট মিডিয়া কর্পোরেশন যখন নিশ্চিত হয়েছে, যে শেফালী বেগম সরকারি বরাদ্ধ থেকে আপাদত নতুন ঘর পাচ্ছেন না। সাথে সাথে সিলেট মিডিয়া কর্পোরেশন শেফালী বেগমের নতুন ঘর নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
১১ ফেব্রুয়ারি শেফালী বেগমের জন্য মহা- আনন্দের দিন, নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দ্রুত গতিতে কাজ সম্পুর্ন করার জন্য প্রয়োজনীয় ঘর নির্মাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে, মিডিয়া কর্পোরেশন আশাবাদী অল্প কয়েক দিন এর ভিতরে নতুন ঘরের কাজ সম্পন্ন হবে।