সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের উন্নয়ন কাজ ও সিলেট-তামাবিল সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের , সিলেটের গর্ব সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী ড. কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
আজ সোমবার ২৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজস্ব পেইজে তিনি বলেন ‘আমরা বিশ্বনাথবাসি আপনাদের কাছে চির কৃতজ্ঞ’ এই অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নুনু মিয়া।
উল্লেখ্যঃ গত রবিরার ২৪ অক্টোবর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ঢাকা-সিলেট সড়ক ছয় লেনে উন্নীত করণ ও সিলেট-তামাবিল সড়কের ভিত্তিপ্রস্তর এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।