ওসমানী নগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সিলেট দক্ষিন জেলা জামায়াতের সাবেক শুরা ও কর্মপরিষদ সদস্য,পর্তুগালের রাজধানী লিসবন জামে মসজিদের সেক্রেটারী, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, শাহ সিদ্দীক জামেয়া উচ্চ বিদ্যালয় পাঁচ পাড়া, ওসমানী নগর ইসলামি একাডেমি বড় ইশব পুর, ও শাহ জালালাল এতিম খানা তাজ পুর এর প্রতিষ্টাতা সভাপতি সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ দেশ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সাজিদ মোহাম্মদ বলেন,আল্লাহ রাব্বুল আ’লামিনের নিকট করজোড়ে দোয়া করছি তিনি যেন আমাদের এই মহামারি থেকে মুক্তি দান করেন এবং ক্ষতিগ্রস্ত ভাইদের দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দান করেন।
আমি সিলেট সহ দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি এবারের ঈদ উদযাপিত হোক ভ্রাতৃত্বের অটুট বন্ধন গড়ে উঠার উত্তম মাধ্যম হিসাবে।
আমি সিলেট সহ দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি,সুস্বাস্থ্য,নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ
প্রতিষ্টাতা সভাপতি
শাহ সিদ্দীক জামেয়া উচ্চ বিদ্যালয় পাঁচ পাড়া,
ওসমানী নগর ইসলামি একাডেমি বড়ইশব পুর,
শাহ জালালাল এতিমখানা তাজ পুর
সাধারণ সম্পাদক
লিসবন জামে মসজিদ, পর্তুগাল।