মোঃইবাদুর রহমান জাকির,বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা ও জুড়ি সংসদীয় আসনের এম পি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন (এম.পি) লন্ডন সফরকালে বৃহস্পতিবার, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাহাব উদ্দিন , সভাপতি – নাজিম উদ্দিন , সিনিয়র সহ সভাপতি -হাসান পারভেজ চৌধুরী (রাসেল), সহ সভাপতি – মোহাম্মদ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন (বেলাল), যুগ্ম সাধারণ সম্পাদক – সিরাজ উদ্দিন , অর্থ সম্পাদক – ইলিয়াছ আহমদ , সহ-অর্থ সম্পাদক – আবুল কাশেম, মাননীয় মন্ত্রী মহোদয়ের জৌষ্ঠ পুত্র জাকির হোসাইন ( জুমন ) প্রমূখ। এ সময় মন্ত্রী বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন মন্ত্রী লন্ডন এবং বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ মাননীয় মন্ত্রীকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।