স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ মিলনায়তনে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, কলেজ ড্রেস ও অভিভাবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সোহরাব হোসেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের মরহুমা তৈয়বুন্নেছা কল্যান ট্রাস্টের সদস্য আবুল হোসেন, অভিভাবক সদস্য আবু জাফর হাওলাদার, নুরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ জামাল হোসেনসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।