পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীনভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ী সমিতির ২৪৪জন ভোটারের মধ্যে মো: কবির হোসেন চশমা মার্কা সভাপতি পদে ৯৫, সাধারণ সম্পাদক তালা মার্কা পদে মো: শহিদুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির বাকী ১১সদস্য বিনা প্রতিধন্দিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহন কালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আহসানুল হক , রিটানিং কর্মকর্তা নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনের মোজাম্মেল হক,সৈয়দ জাকির হোসেন, ইউসুফ আলী, হারুন চাকলাদার,প্রিজাইডিং হিসেবে রাজিব দাস, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার,মোঃ জামাল হোসেন প্রমুখ।