পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শ্রীরামপুর ইউনিয়ের বিএনপি”র সভাপতি মোঃফারুক হাওলাদার বাবা অবসসপ্রাপ্ত পুলিশ সদস্য মরহুম মো.আব্দুল খালেক হাওলাদার সোমবার রাত ১০.৩০.মিঃ সমায় তার নিজ বাড়িরতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তাহার নিজ বাড়িরতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল. ১০.ঘটিকার সমায় জানাজায় ইমামতি করেন মাওলানা মোঃ শামিম হাওলাদার এতে অংশ নেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিলন সাধারণ সম্পাদক মোঃমোহন দুমকি উপজেলা বিএনপি “র আহবায়ক মোঃ খলিলুর রহমান সদস্য সচিব মোঃ সাইফুল আলম মৃধা সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম দুমকি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম হাওলাদার সদস্য সচিব মোঃ সালাউদ্দিন আহমেদ রিপন শরিফ যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সম্ভু যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান লালমিয়া লেবুখালী ইউনিয়ন বিএনপি”র সভাপতি আবদুল খালেক হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি” র নেতৃবৃন্দ।