মোঃমিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে কঠোরতম লকডাউনের প্রথম দিনে বন্ধ রয়েছে জেলা ও উপজেলা শহরের সকল দোকানপাট। শহরে কম সংখ্যক মানুষের আনাগোনা রয়েছে। তবে বাস চলাচল বন্ধ থাকলেও শহরে দেদারছে চলাচল করছে ব্যাটারী চালিত অটো রিক্সা। এতে গাঁ ঘেষে চলাচল করছে সাধারন মানুষ।
অনেকেই মানছেনা সামাজিক দূরত্ব। অধিকাংশ মানুষ ব্যবহার করছেনা মাক্স ফলে বাড়ছে করোনা সংক্রমনের ঝুকি।