সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে করোনা আক্রান্ত এ্যালবাট সিং (খৃষ্টানধর্মাবলম্বি)-৪৫ এক রোগী মারা গেছেন। এ নিয়ে সৈয়দপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
রবিবার বিকেল ৪টার দিকে শহরের নতুন বাবুপাড়া শহীদ বদিউজ্জামান সড়কে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৩ জুলাই জ্বর, সর্দি ও স্বাসকষ্ট নিয়ে বাসায় ছিলেন। এর মধ্যে আজ বিকেেেল স্বাসকষ্টের মাত্রা বেরে গেলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আমরা মৃত অবস্থায় তাকে পেয়েছি। ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু বলেন, গত তিন দিন ধরে করোনার উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন আজকে তিনি মৃত্যু বরণ করেছেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রসিজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ্যালবাট সিং (খৃষ্টানধর্মাবলম্বি) এক করোনা রোগী মৃত্যু বরণ করেছেন।