মোঃ জাকির হোসেন, নীলফামারী প্রতিনিধিঃ ব্যাটারীচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালুর দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন)দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ওই মানববন্ধন করা হয় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে। বাংলাদেশের ওয়ার্কাস পার্টির অন্তর্ভূক্ত জাতীয় শ্রমিক ফেডারেশনের ব্যানারে করা ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, হরিজন নেতা নন্দনাল বাঁসফোর প্রমুখ। বক্তারা জীবন ও জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারী চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক বন্ধ না করার দাবি জানান। সড়কে নিয়ম অনুযায়ী তাদের রিকশা, ভ্যান ও ইজিবাইক চালানোর জোর দাবি জানান। এই মানববন্ধনে ওইসব বাহনের চালকরাও অংশ নেন।
ওয়ার্কস পার্টি সাধারণ সম্পাদক রুহুল আলম মাষ্টার বলেন,ক্ষতিপূরণ ছাড়া রিকশা ভ্যান বন্ধ করা যাবে না। আমরা অভুক্ত থাকলে আমাদের খাবার ব্যবস্হা কারা করে দেবে। প্রয়োজন হলে সৈয়দপুরে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবী আদায় করা হবে।