নীলফামারীর সৈয়দপুরে বিএনপি আহবায়ক আব্দুল গফুর সরকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
নীলফামারীর সৈয়দপুরে শনিবার (১৪আগষ্ঠ)বিকালে বিএনপি দলীয় অফিসে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বির্তরণ অনুষ্ঠানে আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। আলোচনা সভায় অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ শাহীন আকতার শাহীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর সেচ্ছাসেবক দলের সভাপতি এম এ পারভেজ লিটন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ,কাজী একরামুল হক,পৌর বিএনপি সদস্য সচিব শেখ বাবলু, আবু সাইদ, মনোয়ার হোসেন সরকার সহ কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সৈয়দপুর ও কিশোরগন্জ নেতাকর্মীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন,বিএনপি কেন্দ্রীয় সিন্ধান্ত মোতাবেক করোনা কালীন সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। সৈয়দপুর ও কিশোরগঞ্জে মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বির্তরণ করার জন্য নেতাকর্মীদের আহবান করছি।