নীলফামারীর সৈয়দপুরে জাতীয়পাটির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১জানুয়ারী) রাতে শেরে বাংলা রোডের অস্থায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমবেত হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর জাতীয়পাটি আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পাটি আহবায়ক সৈয়দপুর ইকু গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর জাতীয়পাটি সদস্য সচিব আলতাফ হোসেন, উপজেলা জাতীয়পাটি সদস্য সচিব জি এম কবির মিঠু, উপজেলা সেচ্ছাসেবক পাটির আহবায়ক সফিউল আলম সুজন, জেলা যুবসংহতির সভাপতি রওশন মাহানামা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, লাকী বসুনিয়া সহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা জাতীয়পাটি আহবায়ক ও ইকু গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন জাতীয়পাটি প্রতিষ্ঠাতা মরহুম সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। সফল রাষ্ট্র নায়কের রুহের মাগফেরাত কামনা করছি। উন্নয়ন মানেই এরশাদ। জাতীয়পাটি শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন মূলক কাজ হয়েছে। আবার জাতীয়পাটি ক্ষমতা গেলে দেশে এরশাদের অসম্পূন কাজ সম্পন করা হবে।