করোনাকালীন ত্রাণ সহায়তা হিসেবে নীলফামারী জেলা পরিষদের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর বুধবার সন্ধায় সৈয়দপুরে ২২০ জনকে এই সহায়তা দেয়া হয়েছে। সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনীতে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শামিম চৌধুরী।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, এর আগে বুধবার সকালে ১০টায় ডোমার ২৯০, ১১টায় ডিমলায় ৩৩০, দুপুর ১ টায় জলঢাকায় ২৮০, বেলা ২ টা ৩০ মিনিটে কিশোরগঞ্জে ২৩৩ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীকাল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নীলফামারী সদরে ৭১০ জনকে এই ত্রাণ দেয়া হবে।