নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আসাদুজ্জামান হান্ড্রেড (৩২) নামে এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত আসাদুজ্জামান উপজেলা শহরের ডাংগাপাড়া গ্রামের একরামুল হকের ছেলে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার ( ১১ আগষ্ট) দুপুরে দিকে তার নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের মেরামত কাজ করছিলেন আসাদুজ্জামান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
নিহতের প্রতিবেশী সিরাজুল ইসলাম জানান, বাড়িতে পুরাতন লাইনের মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে রাস্তায় তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান ওই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,‘এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।