অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্কের সাথে সভা সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৯ সেপ্টম্বর) উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
নারী নেটওয়ার্ক বিশ্বনাথ উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা রাসনা বেগমের সভাপতিত্বে ও অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্প সিলেট ক্লাস্টার প্রোগামের কো-অর্ডিনেটর মো. ইখতেহার হোসেন মৃধা’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের সিলেট জেলা প্রকল্প কর্মকর্তা মো. শিহাবুল ইসলাম খান, জেন্ডার অ্যান্ড ট্রেনিং অফিসার পরিমল চন্দ্র দেব, বিশ্বনাথ উপজেলা সমন্বয়কারী বেলাল আহমদ লষ্করসহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।
সভা শেষে আফিয়া বেগম, নাসরিন জাহান-কে উপদেষ্ঠা করে ১১ সদস্য বিশিষ্ট নারী নেটওয়ার্ক বিশ্বনাথ উপজেলার শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি জুলিয়া বেগম, সহ সভাপতি বেগম স্বপ্না শাহিন, মহিলা সম্পাদিকা রাসনা বেগম, সহ সম্পাদিকা হালিমা আক্তার বিলকিছ, কোষাধ্যক্ষ মুক্তা রানী নাথ, সদস্য লাভলী দেব, দিপ্তী রানী, আঙ্গুরা বেগম, সুলতানা বেগম, আসমা বেগম, নাজমা বেগম।