সিলেটের বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম নুসরাত জাহানকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাহী অফিসারের বাংলায় নতুন (ইউএনও)’কে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী।
এসময় উপস্হিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, কার্যকরী সদস্য ফখর মাষ্টার, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা জমির আলী।
উল্লেখ্য: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ২য় সচিব (শ্রম) হিসেবে পদায়ন হওয়ায় (ইউএনও) ও পৌর প্রসাশক সুমন চন্দ্র দাশের স্তলাভিষিক্ত হন নতুন ইউএনও বেগম নুসরাত জাহান।