ফারুক আহমদঃ সিলেট নগরীর নরকুপ হিসাবে পরিচিত কাষ্টঘর সুইপার কলোনি থেকে ১১ মাদকসেবীকে আটক কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ২৩ জুন দুপুরে আদালতের নির্দেশে আটককৃত মাদকসেবীদের কারাগারে পাঠানো হয়।
তারা হলেন আব্দুল কাদিও (৩৫), ইসলাম উদ্দিন ( ৩৮), সুজন মোদক (৩১), অসীম চক্রবর্তী (৪৮), সানফর আলী (৬০), কিরন পাল (৩৪), শ্যামল দাস (৪১), মো. শামীম আহম্মেদ (৩০), গুরুদাস পাল (৪৫), মো. বিল্লাল হোসেন (২৪), অরুন দে (৪৬) প্রমুখ।
এর আগে সোমবার ২১ জুন রাত সোয়া ১১টার দিকে কাষ্টঘরে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল।
এসময় ১৩২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
RAB-9 এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন বিষয়টি সত্যতা নিশ্চিত করে সোংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সবাইকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।