ফারুক আহমদ: সিলেটে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে বিয়ের অনুষ্টানের আয়োজন করায় হোটেল হিলটাউন ও রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার ২৫ জুন দুপুর ২ ঘটিকার সময় থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে জরিমানা করেন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
জানা যায়, রেইনবো চাইনিজ রেষ্টুরেন্টকে বিয়ের অনুষ্টান করার অপরাধে ৫০ হাজার টাকা, বর ও কনে পক্ষকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং নগরীর তালতালার হিলটাউন হোটেল কর্তৃপক্ষকে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন এরকম অভিযান অব্যাহত থাকবে।