ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নাদের বখত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী নাদের বখতের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। সুনামগঞ্জ পৌরসভার জন্য টানা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ২৩ টি কেন্দ্রে ২৯ হাজার ৮৬৮ ভোটের মধ্যে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোরশেদ আলম (ধানের শীষ প্রতীক) নিয়ে পেয়েছেন মোট ৫ হাজার ৮৮৫ ভোট। আর হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. রহমত উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচনে মোট ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।