দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। এতে হাসপাতালগুলো রোগীর চাপ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ প্রতিদিন হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীর ভীড়। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। গুরুতর অসুস্থ হলেও আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যুর মিছিল।
পরিস্থিতি সামাল দিতে ঢাকায় সরকারি পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুত করা হয়েছে। ঢাকা মেডিকেলে আইসিইউ বেড বাড়ানো হয়েছে দশটি। বঙ্গবন্ধু মেডিকেলে দুইটি আইসিইউ ও সাধারণ বেড ৫০টি বাড়ানো হচ্ছে।
এদিকে ঢাকায় যখন এমন অবস্থা, তখন বাইরেও হাসপাতালগুলোর চিত্র বেশ খারাপ। কারণ বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। ফলে গুরুতর অসুস্থদের নিয়ে আসতে হচ্ছে ঢাকায়।
এদিকে যে হারে রোগী বাড়ছে তাতে হাসপাতালগুলো সবশেষ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সম্প্রতি তিনি বলেছেন, প্রতিদিন পাঁচ হাজার রোগী শনাক্ত হলে সারা ঢাকায়ও রোগীর জায়গা হবে না। এমন অবস্থায় ঢাকায় রোগী আসা কমানোর পাশাপাশি ফিল্ড হাসপাতাল তৈরি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ সংখ্যা বাড়ানোরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।