ভাত এবং ভোটের লড়াই নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন তথা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য লড়াই করতে হবে ।
দেবীদ্বারে ভূমিহীন সংগঠন’র আঞ্চলিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।“মানুষের মাঝে বৈষম্য নয়, চাই সাম্য চাই মানবতা” এ- শ্লোগানকে সামনে রেখে উপজেলার সুবিল ইউনিয়নের ‘বুড়িরপাড় শিশু পার্কে’ সোম ও মঙ্গলবার দু’দিনব্যাপী ভূমিহীন সংগঠনের আঞ্চলিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মোঃ বাতেন সরকারকে সভা প্রধান এবং মোঃ হান্নান মূন্সীকে সাধারন সম্পাদক করে ১১ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
ভূমিহীন নেতা আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে এবং প্রবীণ রাজনীতিক মোঃ হান্নান মূন্সীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিজেরা করি সংস্থা’ চট্রগ্রাম বিভাগীয় প্রশিক্ষক সবিতা রানী তালুকদার, ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, রসুলপুর উপ-কেন্দ্রের কর্মী সুপ্রিয়া মন্ডল, উজ্জল হোসেন, ভূমিহীন নেতা মোঃ আবু মিয়া, মনোয়ারা বেগম, নাজমা বেগম প্রমুখ।