পটুয়াখালীর দুমকিতে “আহার” সংগঠনের উদ্যােগে খাবার বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৭ আগষ্ট) উপজেলার অলিতে গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাজে এ খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলার “আহার ” সংগঠনের সেচ্ছাসেবী মোহাম্মদ আজিজুল ইসলাম, সিনথিয়া, ইমন, বশির, আবু বকর, আবদুল সালাম আরো অনেকে।
আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অনেক জায়গায় আহার সংগঠনের কার্যক্রম প্রতিনিয়ত চালু আছে । প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছে আছে কিন্ত সামর্থ নেই তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই গরীব অসহায় ভারসাম্যহীন ছিন্নমুল মানুষ গুল।