পটুয়াখালী টু কুয়াকাটা সড়কের হেতালিয়া বাধঘাট এলাকায় সাকুরা পরিবহন ও মায়ের দোয়া পরিবহন বাস এর মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৪/০১/২০২২ ইং রোজ সোমাবার রাত ৮ টার দিকে।
ধারনা করা হচ্ছে বরিশালগামী মায়ের দোয়া পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আশা ঢাকার উদ্দেশ্য সাকুরা পরিবহনের বাসটির সম্মুখে আঘাত হানে।
চালকের দুধর্ষিতার কারনে যাত্রীরা প্রানে বেচে যায়।খবর পেয়ে প্রশাসনের লোকজন সেখানে দ্রুত পৌঁছে যায়।
আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।তারমধ্য ৩/৪ জন গুরুতর আহত বলে জানা গেছে।