সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ৪টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুণে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো হলো- ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১, ঢাকা মেট্রো চ ২৪-২০০৯, বগুড়া ট ১১-১৮৮৫ এবং যশোর ট ১১-২০৫৭ এছাড়া কয়েকটি ট্রাক ভাংচুরের শিকার হয়।
এরআগে সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সুবিদবাজারের ফাজিল চিশতে পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সজিব ও লুৎফুর নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। সজিব নগরের বনকলাপাড়ার বাসিন্দা আর লুৎফরের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। সম্পর্কে তারা একে অপরের তালতো ভাই বলে জানা গেছে।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর এবং ৪টি ট্রাকে অগ্নিসংযোগ করেন। ঘণ্টখানেক চেষ্টার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, লাশ দুুুটি উদ্ধার করে ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিক্ষুব্দ মানুষজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।