ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে তিন দিন অজ্ঞাত স্থানে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। বুধবার (১৬ জুন) দুপুরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় সোনারগাঁও থানায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত ১৩ জুন সন্ধ্যায় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী স্থানীয় মুদি দোকানে সদাই কিনতে যায়। সে সময় পেঁচাইন গ্রামের আম্বর আলীর ছেলে রমজান আলীর নেতৃত্বে জাকারিয়া, রাউৎগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রায়হান ও আবু তালেবের ছেলে মেহেদী হাসান তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন সোমবার সকালে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে অপহরণকারীদের পরিবারকে ওই ওই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এরপর বুধবার দুপুরে বাগবাড়িয়া কবরস্থান এলাকায় ওই ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে ফেলে যায় অপহরণকারীরা। তাকে উদ্ধার করে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ থানায় নিয়ে যায়।