বিদ্যুৎপৃষ্ট এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়ছড়া চারাগাঁও বাগলী শুল্কষ্টশনের কয়লা ও চুনাপাথর লোড আনলোড সর্দার সমিতির সাধারণ সম্পাদক এমদাদ ওরফে মঙ্গল সর্দার (৫০) ও উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মঙ্গল সর্দার নিজ বাড়িতে নির্মাণকৃত একটি বিল্ডিংয়ে মর্টার দিয়ে পানি দিতে গিয়ে লিকেজ বিদ্যুৎ লাইনে পৃষ্ঠ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকাঘরে মর্টার দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ লাইনে পৃষ্ঠ হয়ে তিনি মারা গেছেন।