মোজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৩ জুলাই) সকালে রেপিড অ্যান্টিজেন টেস্ট-এর মাধ্যমে তার ফলাফল করোনা পজিটিভ আসে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউএনও জয়শ্রী রানী রায় শুরু থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেউ করোনা পজিটিভি হলে তার বাড়িতে তিনি নিয়মিত খোঁজ খবর নিতেন,নিজেই ফল নিয়ে যেতেন। উৎসাহ জোগাতেন করোনা রোগীকে। আজ এই মহামারি করোনা তার ঘরেই হানা দিয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৭ জন।
ডা. সারোয়ার আলম জানান, আজ শনিবার ইউএনওসহ তার অফিসের আরও দুই জনের নমুনা সংগ্রহ করে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৩ জনের মধ্যে ইউএনও’র নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।