সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত শ্রীখেল এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের শ্রীখেল এলাকায় লেগুনা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী রোমান আহমদ (২৮) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত রোমান বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মুহিবুর রহমানের ছেলে।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল ও লেগুনা গাড়ী উদ্ধার করা হয়। এঘটনায় লেগুনা যাত্রীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায় বলে জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লেগুনা রয়েছে। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।