সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের নব নির্মিত ভবন, উপজেলা চেয়ারম্যান পরিষদ ও উপজেলা কৃষি ভবন পরিদর্শণ করেছেন তিনি।
পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সইফুল হক, উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া ও উপজেলা স্বেচ্চাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া।
উল্লেখ্য: এর পূর্বে সকালে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।