আলোকিত সিলেট ডেস্ক: জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গরু চুরির সাথে জড়িত তিন জনকে আটক করেছে।
জানা যায়, সম্প্রতি জুড়ীতে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরু চুরি ঠেকাতে পুলিশ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমাবেশ আয়োজনের পাশাপাশি প্রতিদনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুল মতিন (ধলা মিয়া)’র পুত্র চিহ্নিত অপরাধী ও আন্তঃ জেলা ডাকাত দলের প্রধান কামরুল ইসলাম, গোয়ালবাড়ি ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের মৃত ফয়াজ উদ্দীন এর পুত্র মিনহাজ উদ্দিন ও সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের মৃত আব্দুল মালিক এর পুত্র আব্দুল মনাফ। এদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।