দক্ষিণ সুরমা’র জালালপুর ইউনিয়নের পূর্ব বাদেশপুর জামে মসজিদের ভিত্তিস্থাপন করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে পুনঃনির্মিতব্য এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান কলুমা।
এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- পূর্ব বাদেশপুর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোহন, অর্থ সম্পাদক সুরুজ আলী, সহ অর্থ সম্পাদক কয়েছ আহমদ, গ্রামের মুরুব্বি আব্দুস সাত্তার, মরম আলী, রুশন মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।