বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অভিযানে ৪৫০ গ্রাম হিরোইন সহ ইউসুফ আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গেপ্তারকৃত ইউসুফ আলী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাজানপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার, সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন করগ্রাম পূর্বপাড়া সাকিনস্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইফসুুফ আলীকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৩৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।