জামালপুরে ৮ আগস্ট রোববার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্য সচেতন থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৩২ ক্যাটাগরিতে এক লক্ষ তিন হাজার টাকা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।