“মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ আগস্ট বু্ধবার বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক পুলিশের সকল ইউনিটে একযোগে সামাজিক বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় জামালপুর জেলা পুলিশ ও পুনাক জামালপুর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। এর লক্ষ্যে পুলিশ লাইনে নানা প্রজাতির ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
এতে জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এবং জেলা পুনাক সভানেত্রী রীফা আক্তার নিপু অংশগ্রহন করেন।
এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, পুলিশ সদস্যগন এবং পুনাক জামালপুরের নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।