জাতীয় শোক দিবস উপলক্ষে সৈয়দপুরে বৃক্ষ রোপন করলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। নীলফামারীর সৈয়দপুরে শনিবার বিকালে বাংলাদেশ ছাএলীগ সৈয়দপুর পৌর ছাএলীগের ৩নং ওয়ার্ড এর আয়োজনে বৃক্ষ রোপন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার চত্বরে। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর, সৈয়দপুর পৌর ছাএলীগের সভাপতি মোশারফ হোসেন সাধারণ সম্পাদক সিফাত সরকার, জেলা যুবসংহতির সভাপতি রওশন মাহানামা, পৌর ৩নং ওয়ার্ড সভাপতি নুর ইসলাম ডাবলু প্রমুখ।
সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, রাত পোহালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী। ১৫ ই আগষ্ট উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে।