‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর)’ উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সফল মৎস চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন আজ রবিবার (২৯ আগস্ট) উপজেলা বিআরডিবি মিলনায়তনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২য় দিন (২৯ আগস্ট) জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, সফল মৎস্য চাষি/ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস চাষিদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, থানার তদন্ত অফিসার রমাপ্রসাদ, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জলিল জালাল, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়াসহ প্রমুখ।