মোঃমিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করায় মামলা দায়ের হয়। রাকিবুল এর মা মোসাঃ রাহিমা বেগম বাদি হয়ে গতকাল রাতে ১৭ জনকে আসামি করে এবং অজ্ঞাত ৭-৮ জন কে দিয়ে মামলা দায়ের করেন কলাপাড়া থানায়।
কলাপাড়া থানা পুলিশ মামলার তদন্তকারি অফিসার ইন্সপেক্টর আসাদুর রহমান এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মোঃ খলিল,পিতা ইব্রাহীম, মোঃ নোমান, পিতা আবুল কাশেম, মোঃ নয়ন বয়াতী,পিতা কালাম বয়াতী। তাদের তিন জনকে গ্রেফতার করেন।
এ বিষয়ে (ওসি) তদন্ত আসাদুর রহমান জানান, গতকাল তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকি আসামিদের গ্রেফতারের যোর চেষ্টা চালাচ্ছি।