ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী।
সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাঁড়িয়েছে বন্যার্তের পাশে।
তারই ধারাবাহিকতায় ২১ জুন মঙ্গলবার মানবতার সেবায় নিয়োজিত হোয়াইট স্টার এসোসিয়েশন, সিলেট নামে সংগঠনের কর্মীরা ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে ২০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন।
সংগঠনের কর্মীর জানান গত ৪ দিন যাবত সিলেটের বিভিন্ন এলাকায় এসব শুকনো খাবার বিতরণ করে আসছেন তাদের সংগঠনের পক্ষ থেকে এবং এসব খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
শুকনো খাবার পেয়ে পানিবন্দী পরিবারের লোকজন জানান আজ প্রায় সাত দিন পানিবন্দী এখনও সরকারি কোনো সহযোগিতা পাইনি সিলেট থেকে মানবিক সংগঠন আমাদের গ্রামে খাদ্য সহায়তা নিয়ে এসে আমাদের পাশে দাড়িয়েছেন এতে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসব খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সবুজকুঁড়ি শিল্পীগুষ্টির পরিচালক ও কেন্দ্রীয় তালামীযের সহ সাধারণ সম্পাদক জনাব সুলতান আহমদ, সবুজকুড়ির নির্বাহী পরিচালক মামুনুর রশিদ, হোয়াইট স্টার এসোসিয়েশনের মেম্বার গুলজার আহমদ, আবু বক্কর, সেলিম আহমদ, জুনায়েদ আহমদ রাজা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েল আহমেদ ও অত্র গ্রামের কৃতি শিল্পী শেখ আফজাল হোসেন।