সুনামগঞ্জের ছাতকে দু’দিন থেকে এক মাদ্রাসায় পরোয়া ছাত্র নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ এমাদুর রহমান সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র বলে জানা গেছে,পরিবারের লোকজন জানায় ৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় তার নিজ বাড়ি থেকে ভূইগাঁও হাফিজিয়া মাদ্রাসার যাওয়ার পথে জাউয়া এলাকা থেকে নিখোঁজ রয়েছেন।
বিকেলে মাদ্রাসায় যায় নি যেনে পরিবারের লোকজন সকল আত্বীয় স্বজনে বাড়ি খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। যদি কোনো হৃদয় বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তার চাচা তাজিজুর রহমান (বুদুর)এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। মোবাইল নং ০১৭১৮২৯৩৪৩৯