সুনামগঞ্জ জেলার ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সকল ইমাম মোয়াজ্জেম গণকে খাদ্য সামগ্রী উপহার দিলেন চেয়ারম্যান সাহাবউদ্দিন মোহাম্মদ সাহেল।
১জুলাই শুক্রবার মহদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ৪৫ টি মসজিদ এর ৭৯ জন সম্মানিত ইমাম মুয়াজ্জেন গণকে এসব খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন মোহাম্মদ সাহেল বলেন প্রাকৃতিক দূর্যোগ সৃষ্ট চলমান এই দূর্যোগ মূহুর্তকে মোকাবিলায় আবারো আপনাদের সকলের সাহায্য, সহযোগীতা, ও ধৈর্য্যশীল ঐক্যবদ্ধতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি , আমি আমার সর্বোচ্চ চেষ্টা, সদিচ্ছা ও সাধ্য নিয়ে আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, ইনশাআল্লাহ।
সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামীন প্রেরিত রহমত আমাদের সহায়তার জন্য যথেষ্ট। পরি শেষে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।