সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান দায়ীত্ব হস্তান্তর করেছেন।২৯ ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি’র উপস্থিতিতে ইউনিয়ন বাসী নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী সহ সকল সদস্য বৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য,মুহিবুর রহমান মানিক বলেন প্রতিযোগিতা করে যারা নির্বাচনে ভোট যুদ্ধ করে ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে পরিষদ নির্বাচনে আজ প্রতিদন্ধী প্রার্থী সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান এর উপস্থিতিতে আজ দায়ীত্ব প্রদান করছেন সুন্দর আলী। আমি আশাবাদী ঐইউনিয়ন তাদের পরিচালনায় একটি মডেল ইউনিয়ন রুপান্তরিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদ, চেয়ারম্যান ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মখলিছুর রহমান, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফারুক আহমদ সরকুম, নব নির্বাচিত ইউপি সদস্য সদস্যাবৃন্দ ও ইউপি সাবেক সদস্য,সদস্যাবৃন্দ, ইউপি সচিব মোঃ বুরহান উদ্দিন, উদ্যোক্তা মোঃ সুজেল মিয়া, গ্রাম পুলিশবৃন্দসহ ইউনিয়নের সর্বস্তরের লোকজন।