সুনামগঞ্জের ছাতকের কুমার কান্দি দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইউপি সদস্য আজিজুল রহমান (শান্ত)।
৯ জানুয়ারি রোববার সিংচাপইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কুমার কান্দি দাখিল মাদ্রাসায় এক সাধারণ সভায় প্রবীণ মুরুব্বি মোহাম্মদ চান মিয়া’র সভাপতিত্বে ২নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত ইউপি সদস্য আজিজুর রহমান (শান্ত) কে সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় মুরুব্বি আবু আছাদ আবু,ফারুক মিয়া,উমর আলি, উপজেলা যুবলীগ নেতা সিতাব আলী,স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল করিম,স্থানীয় সাহাব উদ্দিন,সফিক উদ্দিন, ফরহাদ আহমদ মিলটন, আনোয়ার মিয়া,চানাউর রহমান চানা,আবুল লেইছ,টগন মিয়াসহ স্থানীয় গণমান্য লোকজন উপস্থিত ছিলেন।
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়ীত্ব প্রদান করায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ এলাকার সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়ীত্ব কালীন সময়ে সকলের সহযোগিতা চেয়েছেন আজিজুর রহমান শান্ত।