সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া’র মাতা
ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লামাগাও তালুকপাড়া শাখা কেন্দ্রের উদ্যোক্তা আলহাজ্ব আজিজুন নেছা হ্রদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর আখালিয়াস্ত মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আলহাজ্ব আজিজুন নেছা এর ভাইপো বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ লামাকাজী ইউনিয়ন শাখার সহ সভাপতি ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লামাগাও তালুকপাড়া শাখা কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা ছাদিকুর রহমান মাসুক পরিবারের বরাত দিয়ে দেশ বিদেশে অবস্তানরত সকলের নিকট তার (আলহাজ্ব আজিজুন নেছা) রোগ মুক্তি ও দোয়া চেয়েছেন।