সিলেট জেলার সদর উপজেলার মোগল গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়ার মা এর ইছালে সাওয়াব উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার ২৭ ডিসেম্বর বাদ জোহর স্হানীয় ইউনিয়নের লাগাঁওস্হ (হিরন মিয়ার নিজ বাড়ী) ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ পরিচালনা করেন কালারুকা দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী ও মোনাজাত করেন ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা।
মাহফিলে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য শানুর মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গোবিন্দ গন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, মোগল গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাক মিয়া, শহীদ চান্দুশাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা খছরুজ্জামান, দারুল মোস্তফা দাখিল মাদরাসার সুপার ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত লামাগাও তালকুপাডা শাখা কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা ছাদিকুর রহমান মাসুক, সাংবাদিক ফারুক আহমদ, লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ, সহকারী শিক্ষক হাফিজ আশিকুর রহমান, মাওলানা আল মামুন, হাফিজ আব্দাল হোসাইন, আমির আলী, মুরব্বি চান মিয়া, মাওলানা বুরহান উদ্দিন, ভুলাগন্জ মাদরাসার হাফিজ আব্দুল নূর, মাওলানা বুরহান উদ্দিন, খিত্তার গাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালামসহ প্রমুখ।