চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৫ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালেই তাদের মৃত্যু হয়। তারা হলেন— ওহিদ (৩০), শহীদ (৩৫) ও মান্নান (৪০)। তিন জনই নগরীর বদ্দারহাট এলাকার বাসিন্দা।
নিহত মান্নানের ভাই মো. লোকমান দ্য ডেইলি স্টারকে বলেন, ওহিদ, শহীদ ও মান্নান চাক্তাই শুঁটকি পল্লীতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল দিবাগত রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। আনুমানিক রাত ১২টার দিকে বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় ফ্লাইওভারের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিন জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে।