নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টার দিকে সার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘোড়াশাল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের গতি বেশি থাকায় নরসিংদী ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা উদ্ধারকাজে যোগ দেন। এখনো আগুন জ্বলছে।