ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নে ঘিলাছড়ায় সবচেয়ে বড় দ্বীনি বিদ্যাপীঠ ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবন ও মসজিদের শুভ উদ্বোধন করলেন ওয়ামির কান্ট্রি ডিরেক্টর ডা: রেদোয়ান আহমদ।
শুক্রবার (২ এপ্রিল) সকাল ১১টায় বিভিন্ন প্রতিযোগিতা ও সালাতুল জুমা’র মাধ্যমে ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবন ও মসজিদ এর শুভ উদ্বোধন হয়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউএসএ এর সেক্রেটারি নূরুস সামাদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলিমুল এহসান,শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা যুবায়ের আহমদ শামীম আহমদ মো, রুকুনুজ্জামান চৌধুরী, মাওলানা আজিম উদ্দিন শহীদুল ইসলাম মাহবুব, ইঞ্জিনিয়ার আতিক আহমদ,৭নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বার জালাল উদ্দীন লাল ফরিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল শামীম আহমদ শাহ, হাবিবুর রহমান, আব্দুল গফুর হাফেজ সুফিয়ান আহমদ , হাফেজ নূর উদ্দিন,মাওঃ আমিনুল ইসলাম, ক্বারি আব্দুল হান্নান,আব্দুল বারি রসিব আলী প্রমুখ।