ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা পরিদর্শন করেন সিলেট মিডিয়া কর্পোরেশনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেন।
শুক্রবার (২৩ এপ্রিল) ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবন, মসজিদ ও মাদরাসা ক্যাম্পাস পরিদর্শন করেন বিশিষ্ট সমাজ সেবক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেট ট্রেড সেন্টারের পরিচালক, জালালাবাদ এসোসিয়েশন সৌদিআরব এর সভাপতি, পন্য আমদানি রপ্তানি এসোসিয়েশন বাংলাদেশ টু রিয়াদ এর সভাপতি, সিলেট মিডিয়া কর্পোরেশন এর সিনিয়র উপদেষ্টা, ইসলামি সমাজ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান হোসেন।
মানবতার ফেরিওয়ালা খ্যাত এই গুনি ব্যক্তির আগমন উপলক্ষে জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব কাপ্তান হোসেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ। এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা যুবায়ের আহমদ, সদস্য আব্দুল গফুর, মরম আলী, মোঃ রুকুনুজ্জামান চৌধুরী, জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আজিম উদ্দিন, ফখরুল ইসলাম পারুল মাওঃ আমিনুল ইসলাম জুয়েল, হাফেজ নূর উদ্দিন, শিক্ষক জহিরুল ইসলাম,প্রমুখ।
এসময় কাপ্তান হোসেন মাদরাসা পরিচালনা কমিটির কাছে নগদ অর্থ অনুদান তুলে দেন এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাহেবের প্রস্তাবের ভিত্তিতে তিনি আজীবন দাতা সদস্য তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে মোট ১লক্ষ টাকা অর্থ অনুদানের ঘোষণা দেন।
(আলোকিত সিলেট/২৩এপ্রিল/বিএইচ